শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১০:১০

হলি আর্টিজানে ইতালীয় ৯ নিহতদের স্মরণে বাংলাদেশ দূতাবাসে স্মরণসভা

ইতালি প্রতিনিধি
হলি আর্টিজানে ইতালীয় ৯ নিহতদের স্মরণে বাংলাদেশ দূতাবাসে স্মরণসভা

ঢাকায় হলি আর্টিজানের নৃশংস ঘটনায় রোমে বাংলাদেশ দূতাবাসে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে (১ জুলাই ) রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় দূতাবাস মিলায়তনে গভীর শ্রদ্ধার সাথে নিহতদের স্মরণ করা হয়। ২০১৬ সালে ঢাকায় হলিআর্টিজানে নৃশংস এই ঘটনা ঘটে। সেদিন হলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলার শিকার ৯ জন ইতালিয় নাগরিকসহ সকল নিহতের স্মরণে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান মর্মান্তিক ঘটনাটির কথা উল্লেখ করে তিনি বলেন,সন্ত্রাস দমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) বিশেষ করে এই ঘটনায় সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেফতার এবং সন্ত্রাসবাদ দমনে নেয়া পদক্ষেপগুলো পুঙ্খানুভাবে তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, গত ৪ মার্চ ২০২১পরিচয়পত্র পেশ করার সময় ইতালির রাষ্ট্রপতি মান্যবর সারজিও মাত্তারেল্লা (Sergio Mattarella) এই ঘটনায় নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের নেয়া প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত সকলকে জানান, এই দুঃখজনক ঘটনা বাংলাদেশের মানুষের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে।

পরে, নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দূতাবাসের দ্বিতীয় সচিব মোঃ আশফাকুর রহমান ছয় বছর আগে সংঘটিত এই নৃশংস ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেন। দূতাবাসে ইতালীয় কর্মচারী মিজ সামান্থা রসি নিহতদের পরিবারের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ থাকায় তাদের গভীর বেদনার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। স্মরণসভায় দূতাবাসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তারা দুঃখের সাথে বলেন,হলি আর্টিজানের ঘটনায় নিহতদের আমরা কখনই ভুলবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়